লালমনিরহাট প্রতিনিধি
শারদীয় দুর্গা পূজা’২৪ উপলক্ষে লালমনিরহাট পৌরসভার প্রশাসকের পক্ষ হইতে পৌর এলাকার সকল মন্দিরে শারদীয় অনুদান (নগদ অর্থ) প্রদান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে লালমনিরহাট পৌরসভার আয়োজনে অনুদানের নগদ অর্থ প্রদান করা হয়।
অনুদানের অর্থ বিতরণ করেন লালমনিরহাট পৌরসভার হিসাব রক্ষণ অফিসা মোঃ শফিকুল ইসলাম পাটোয়ারী। এ সময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট জেলা শাখার সভাপতি শ্রী হীরালাল রায়, শ্রী কৌশিক রায় অংকুর, মেহেদী হাসান, আল-আলামিনসহ অন্যান্য পৌর কর্মকর্তাগণসহ স্ব স্ব মন্দির কমিটি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, লালমনিরহাট পৌরসভার সকল মন্দিরেই ওই অনুদানের নগদ অর্থ প্রদান করা হয়।