লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটের শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহষ্পতিবার দুপুরে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃক গরীব, দুঃস্থ ও অসহায় শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন। শহরের বটতলা মোড় সংলগ্ন এলাকায় বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ মাঠে লালমনিরহাট ব্যাটালিয়ন এলাকায় বসবাসরত ৭০০ জন গরীব, দুঃস্থ ও অসহায় শীতার্থদের মাঝে ৩০০টি কম্বল এবং ৪০০টি শীতের পোশাক বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরন উদ্বোধন করেন, লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্ণেল মোফাজ্জল হোসেন আকন্দ পিএসসি। এসময় তিনি বলেন লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) প্রতিষ্ঠালগ্ন হতে বিভিন্ন সময়ে গরীব, দুঃস্থ ও অসহায় শীতার্থদের মাঝে বিভিন্ন মানবিক সহায়তা প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায় দুঃস্থ ও অসহায় শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে। এ ধরনের মানবিক সহায়তা প্রদান কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।