লালমনিরহাট প্রতিনিধি :
সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের শুকান দিঘী শ্মশান সংস্কারের নামে বরাদ্দকৃত অর্থ লুটপাটের ঘটনায় তোলপাড় অবস্থা সৃষ্টি হয়েছে। জানা যায়, বিগত ২০১৮-১৯ অর্থ বছরে উক্ত শ্মশানের সংস্কার কাজের জন্য সদর উপজেলার পিআইও অফিস থেকে ৫০ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়। শ্মশান সংস্কারের জন্য একটি প্রকল্প তৈরি করে স্থানীয় এক ব্যক্তিকে প্রকল্পের চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়। অভিযোগ উঠেছে, প্রকল্প চেয়ারম্যান পুভতি ভোষন পিআইও মসিয়ারের সাথে গোপন আতাত করে শ্মশানের সংস্কারের কাজ না করেই ডিও উত্তোলন পুর্বক বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ করেছেন। এলাকাবাসী জানান, উক্ত পুভতি ভোষন জাতীয় পার্টির সংসদ সদস্যের নিকট থেকে প্রকল্পটি বরাদ্দ পেয়েছিলেন। তারা আরো জানান, বিগত ইউপি নির্বাচনে ওই পুভতি ভোষন জাতীয় পার্টি থেকে ইউপি নির্বাচন করে প্রতিদ্বন্দ্বীতায় হেরে গিয়ে ওই টাকা পুসিয়ে নেয়ার জন্য এ প্রকল্প বরাদ্দ নেন। এলাকাবাসী সাংবাদিকদের অভিযোগ করে বলেন, ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারের নামে এহেন দুর্নীতি মেনে নেয়া যায় না। তারা এর প্রকৃত বিচার দাবী করেছেন। এব্যাপারে পিআইও মসিয়ার রহমান বলেন, বিষয়টি আমার জানা নেই ফাইল দেখে পরে বলতে হবে।