এস.বি-সুজন, লালমনিরহাট প্রতিনিধি :
মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে লালমনিরহাটে ৪দিন ব্যাপী বঙ্গবন্ধু ও স্বাধীনতা বই মেলা শুরু হয়েছে। জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগ-এর সহযোগীতায় জেলা মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ প্রাঙ্গনে অনুষ্ঠিত ওই বই মেলার উদ্বোধন করেন, জেলা প্রশাসক আবু জাফর।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তৌহিদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, ক্যাপ্টেন (অবঃ) আজিজুল হক বীর প্রতীক, উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার এ সার্কেল মারুফা জামান,জেলার বিশিষ্ট কবি ও সাহিত্যক ফেরদৌসি বেগম বিউটি, জেলা সাবেক মুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দিন প্রমুখ। মেলায় ৩০টি স্টোল স্থান পায়।