:
বিশেষ প্রতিবেদন
লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখা ইং ০৫/০২/২০২৪ খ্রিঃ অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সাহেবের নের্তৃত্বে বিশেষ অভিযানে ঘটনাস্থল লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাধীন ০৮ নং কাকিনা ইউনিয়নের রুদ্রেশ্বর মৌজাস্থ স্থানীয় মিলন বাজারে অবস্থিত জনৈক খিজির উদ্দিনের ছ মেইলের সামনে কাকিনা হইতে রংপুর গামী পাকা রাস্তার উপর হতে শ্রী পরিতোশ চন্দ্র রায়(২২), মোঃ মজনু মিয়া(২০), মোঃ শাফিউল মিয়া(২১),এবং শ্রী সুমন চন্দ্র দাস(২১)কে ৬০ বোতল ফেন্সিডিল ও সহ ০৫/০২/২০২৪ ইং ১৭.২০ ঘটিকায় হাতেনাতে ধৃত করা হয়।এ বিষয়ে কালিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার রুজুর প্রস্তুতি চলছে।
অভিযানকারীঃ এসআই(নিঃ)/নিজাম-উদ-দৌলা, এএসআই (নিঃ)/আঃ বারী সরকার, ও সঙ্গীয় ফোর্স।