লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাট জেলা জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে শহরের বিডিআর রোডে জেলা জাতীয় পার্টির কার্যালয়ে ওই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
এরআগে জেলা জাতীয় পার্টির সভাপতি শেরীফা কাদের এমপি ও সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হাসানকে নির্বাচিত করে ১শত ২০সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
জাতীয় পার্টির চেয়ারম্যান এর প্রেস সেক্রেটারি -০২ খন্দকার দেলোয়ার জালালী প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
বুধবার (৮ নভেম্বর) জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি লালমনিরহাট জেলা জাতীয় পার্টি পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেন।
প্রসঙ্গত, দলকে আরও সংগঠিত ও শক্তিশালী করতে ২বছর মেয়াদী লালমনিরহাট জেলা জাতীয় পার্টির পূর্ণাঙ্গ কমিটিকে নির্দেশ দিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি। চলতি বছরের ১৬ সেপ্টেম্বর লালমনিরহাট রেলওয়ে অফিসার্স ক্লাব মাঠ প্রাঙ্গণে লালমনিরহাট জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।