লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান ও অন্যান্য সদস্যবৃন্দ এবং অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দকে গোকুন্ডা ইউনিয়ন পরিষদ এর পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। রোববার রাত ৮টায় সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন সংবর্ধিত অতিথি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট মতিয়ার রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন খান। বক্তব্য দেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, সংবর্ধিত অতিথি জেলা পরিষদ নারী সদস্য মেহরুন নাহার মেরি, সদস্য তাহমিদুল ইসলাম বিপ্লব প্রমূখ। স্বাগত বক্তব্য দেন অনুষ্ঠানের সভাপতি গোকুন্ডা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ টোটন। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। পরে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানে ইউনিয়নের কয়েকশত মানুষ উপস্থিত ছিলেন।