লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে মোট ৫জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) লালমনিরহাট জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে তারা মনোনয়ন পত্র জমা দেন।
এদের মধ্যে লালমনিরহাটের হাতীবান্ধার ১জন, কালীগঞ্জের ১জন ও লালমনিরহাট সদরের ৩জন। তাঁরা হলেন- ফরিদুল ইসলাম, মোঃ আশরাফ হোসেন বাদল, মোঃ নজরুল হক পাটোয়ারী ভোলা, মমতাজ আলী ও সফুরা বেগম।

লালমনিরহাট জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ লুৎফুল কবীর সরকার জানান, লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান পদে ৫টি মনোনয়নপত্র জমা পড়েছে। তবে এ উপ নির্বাচনের তফসিল মোতাবেক ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে।
লালমনিরহাট জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, চেয়ারম্যান পদে উপ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিলো মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারী)। মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ আগামী বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি), আপিল দায়েরের তারিখ শুক্রবার-রবিবার (১৬-১৮ ফেব্রুয়ারি), আপিল নিষ্পত্তির তারিখ সোমবার-মঙ্গলবার (১৯-২০ ফেব্রুয়ারি), প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারী), প্রতীক বরাদ্দের তারিখ শুক্রবার (২৩ ফেব্রুয়ারী) এবং ভোটগ্রহণের তারিখ শনিবার (৯ মার্চ)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *