লালমনিরহাট প্রতিনিধি॥
বর্তমানে লালমনিরহাট জেলা শহরে চুরি ও ছিনতাই বৃদ্ধি পাওয়ায় এবং সাম্প্রতিককালে সদর থানা পুলিশের সাথে সাংবাদিকদের সম্পর্ক উন্নয়নের জন্য জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম একটি মতবিনিময় সভা আহবান করেন।গতকাল মঙ্গলবার সকালে পৌর সভার হলরুমে উক্ত মতবিনিময় সভায় থানা পুলিশের কর্মকর্তার উপস্থিত থাকার কথা থাকলেও পৌর মেয়র রিয়াজুল ইসলাম রিন্টুর উপস্থিত থাকবেন না বলে সাইফুল ইসলাম সাংবাদিকদের জানান।।কিন্ত এ ক্ষেত্রে মেয়র রিয়াজুল ইসলাম রিন্টু উপস্থিত থাকলেও থানা কর্তৃপক্ষ উপস্থিত হননি।মুলত সভায় আইন শৃংখলা নিয়ে আলোচনা করার কথা থাকলেও সে বিষয়ে তেমন কোন আলোচনা না করে পৌর মেয়র তার উন্নয়নের ফিরিস্তি তুলে ধরেন সাংবাদিকদের কাছে।এদিকে আইন শৃংখলা বিষয়ে কোন আলোচনা না হওয়ায় সাংবাদিকদের তোপের মুখে পড়েন পৌর মেয়র রিয়াজুল ইসলাম রিন্টু। এ মতবিনিময় সভাকে সাংবাদিক ও সচেতন মহল প্রতারনামুলক সভা হিসেবে আখ্যায়িত করেছেন।ওদিকে লালমনিরহাট পৌর সভার ২০১৭-১৮ অর্থ বছরের বাজেট প্রসঙ্গে পৌর মেয়রকে প্রশ্ন করলে তিনি কোন সন্তোষজনক জবাব না দিয়ে বিষয়টি এড়িয়ে যান। উল্লেখ্য,লালমনিরহাট পৌর সভার ২০১৭-১৮ অর্থ বছরের বাজেট ঘোষনার সময় পৌর কর্তৃপক্ষ সাংবাদিকসহ সচেতন মহলকে আমন্ত্রন না করে পৌর মেয়র গোপনে বাজেট ঘোষনা করেন।যা রীতিমত রহস্যজনক এবং বাজেটের সিংহভাগ অর্থ আতœসাৎ করার জন্য এই ছলচাতুরির আশ্রয় গ্রহন করেছেন বলে অনেকেই অভিমত ব্যক্ত করেছেন। উল্লেখ থাকে যে,উক্ত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলামসহ সকল কাউন্সিলরগন উপস্থিত ছিলেন এবং পৌর সভার উন্নয়নের খবর লেখার জন্য সাংবাদিকদের মাত্র ২০০ টাকা করে সম্মানী দেয়ায় মিডিয়া কর্মিদের মধ্যে বিরুপ প্রতিক্রিয়াসহ তারা ধিক্কার জানিয়েছেন পৌর কর্তৃপক্ষকে।এ ব্যাপারে সাইফুল ইসলামের সাথে কথা বলার চেষ্টা করা হলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।