এস.বি-সুজন, লালমনিরহাট প্রতিনিধি :
লালমনিরহাটে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ লালমনিরহাট বার শাখার আয়োজনে “হে গুনী, আপনাদের সাফল্যে আমরা গর্বিত” শীর্ষক সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ৫ জানুয়ারী দুপুর ২টায় লালমনিরহাট জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মোঃ মতিয়ার রহমান পুনরায় জেলা পরিষদ চেয়ারম্যান, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহবায়ক ( সাবেক এমপি) অ্যাড.সফুরা বেগম রুমি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিনিয়র আইনজীবী অ্যাড. মশিউর রহমান ৭নং ডাউয়াবারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি অ্যাড.আকমল হোসেন আহমেদ ( পিপি) এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাড. শরিফুল ইসলাম রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক অ্যাড. আমজাদ হোসেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন অ্যাড. ইকবাল হোসেন মামুন, গীতা পাঠ করেন অ্যাড. বিধু ভুষন রায়।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. আশরাফ হোসেন বাদল, অ্যাড. নজরুল ইসলাম রাজু ( পিপি), অ্যাড. আবুল কালাম আজাদ, অ্যাড. হুমায়ন কবীর মিঠুল, অ্যাড. নজরুল ইসলাম, অ্যাড. হাফিজুর রহমান হাফিজ, অ্যাড. আবু আহাদ খন্দকার লেলিন, অ্যাড. আব্দুর রশিদ, অ্যাড. ইমাম রোজিন, অ্যাড. কানিজ ফেরদৌস ইতুল, অ্যাড. ইয়াসমিন আরা বেগম রিনা, অ্যাড. মাহাফুজার রহমান মানিক প্রমুখ।