লালমনিরহাট প্রতিনিধি॥
গতকাল আবারো লালমনিরহাট মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার মেজবাহ উদ্দিনকে গ্রেফতার ও অপসারনের দাবীতে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়েছে। এবারে তার নিজস্ব বাড়ীর মহল্লার আপামর জনসাধারণ শহরের থানা পাড়ায় এ মানব বন্ধন করেন। সকাল ১১টায় থানা পাড়ার মেজবাহ উদ্দিনের বাসার সামনে এলাকার ৫ শতাধিক নারী পুরুষ এ মানববন্ধনে অংশ গ্রহন করেছেন। এ সময় তাকে গ্রেফতারের দাবী জানান। ভোক্তভোগী এলাকাবাসীর আয়োজনে বিভিন্ন এলাকাবাসী বক্তব্যের অভিযোগে মেজবাহ উদ্দিন মুক্তিযোদ্ধার জেলা ইউনিট কমান্ডার হওয়ার পর থেকে তিনি এবং তার পরিবারের সকলে সরকারী জায়গা এবং সাধারণ মানুষজনের চলাচলের রাস্তা দখল ও টিনসেডের ব্যারা ও পাঁকা বাউন্ডারী দিয়ে ঘিরে অবৈধ দখলে নেয় এবং শতাধিক পরিবারের চলাচলের পথ বন্ধ করেছেন। দরিদ্র পরিবার গুলোকে জিম্মি করে রাখেন মানববন্ধনে বক্তব্যে আরো বলেন এ ঘটনায় জেলার উচ্চ পর্যায়ে ও পৌর কর্তৃপক্ষকে দীর্ঘদিন ধরে লিখিত অভিযোগ জেলা পরিষদের চেয়ারম্যান লালমনিরহাট পৌর মেয়র সহ বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের ঘটনা স্থলে নিয়ে এসে সরেজমিনে দেখালেও তারা পরিদর্শন করলেও রহস্যজনক কারনে কোন প্রতিকার না হওয়ায় বৃহস্পতিবার সকাল ১১টায় অসহায় হয়ে মহল্লাবাসীরা মানব বন্ধন সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন। ভূক্তভোগী মহল্লাবাসী ও প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেন একজন মুক্তিযোদ্ধা হয়ে ৭৫ এর বঙ্গবন্ধুর আত্ম স্বীকৃত খুনিদেরকে তারা লালমনিরহাট নিয়ে এসে নিজের বাসা বাড়ীতে ফ্রিডম পার্টির অফিস তৈরি করে কার্যক্রম চালায় ওই অফিসে কর্নেল ফারুকের উপস্থিতিতে জনসভার আয়োজনও করা হয়েছিল। সমাবেশে বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা কমান্ডার মোঃ নুরুজ্জামান বক্তব্যে বলেন যে, মেজবাহ উদ্দিন আমাকে বহুবার তার ওই ফিডম পার্টিতে যোগদানের চেষ্টা করলেও আমি তার ডাকে সারা দেয়নি। শাহাজালাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা ও ভূক্তভোগী পরিবারের সদস্য রবিউল ইসলাম বলেন একজন মুক্তিযোদ্ধা হয়ে বঙ্গবন্ধুর খুনিদের নিজের বাড়ীতে আশ্রয় দিয়েছিলেন। কিন্তু রহস্যজনক কারনে তার খুটির জোর কোথায় তার অবৈধ সমস্ত কর্মকান্ড ও দূর্নীতির তদন্ত পূর্বক শাস্তির দাবী জানান। মেজবাহ কর্তৃক মনগড়া মুক্তিযোদ্ধা যাচাই বাচাই কার্যক্রম বাতিলের দাবীতে ১ জুলাই সাধারণ মুক্তিযোদ্ধাদের ব্যানারে সাংবাদিক সম্মেলন করেছিল। ওই মানববন্ধনে বক্তব্য রাখেন অবঃ প্রাপ্ত যুগ্ন সচিব কৃষ্ণ গোপাল, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম তপন, মোঃ আফসার আলী, সাজু ইসলাম ও আনসান আলীসহ স্থানীয় জনগন।