নিজস্ব প্রতিবেদক, লালমনিরহাট:
লালমনিরহাটের হাতীবান্ধায় প্রায় ২৯ লাখ টাকা মূল্যের কৃষি যন্ত্র কম্বাইন হারভেস্টার (ধান কাটা মেশিন) বিতরণ করেছেন কৃষি বিভাগ। ওই যন্ত্র ক্রয়ে প্রায় সাড়ে ১৪ লাখ টাকা ভর্তুকি দিয়েছে কৃষি বিভাগ আর বাকি সাড়ে ১৪ লাখ টাকা দিয়েছে সুবিধাভোগী। সেই কৃষি যন্ত্রটি পেয়েছেন উপজেলার বড়খাতা এলাকার কৃষক খাইরুল বাশার।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে কৃষক খাইরুল বাশারের হাতে আনুষ্ঠানিকভাবে কৃষি যন্ত্রটি হস্তান্তর করেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন। এ সময় ৩৮৪ জন কৃষকের মাঝে ১২ প্রকারের সবজি বীজ ও পেঁপে চারা বিতরণ করে কৃষি বিভাগ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হাতীবান্ধা উপজেলা পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান মামুন, ইউএনও সামিউল আমিন, ভাইস চেয়ারম্যান জেসমিন নাহার, কৃষি কর্মকর্তা হারুন অর রশিদ ও অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক শ্যামল।