ঢাকা অফিসঃ
জনগণকে জিম্মি রেখে বৃহৎ সিলিন্ডার ব্যবসায়ীদের ব্যবসা বাড়াতে সরকার আবারও গ্যাসের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বলে বাংলাদেশ ন্যাপ’র মানববন্ধনে অভিমত প্রকাশ করে বক্তারা বলেছেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কম থাকা সত্তে¡ও সরকার তেলের দাম না কমিয়ে দেশবিনাশী ঋণ ও দুর্নীতি নির্ভর প্রকল্পে অর্থযোগানে তেল বেচা অর্থ ব্যবহার করছে। একই কারণে আবারও গ্যাসের দাম বাড়ানো হয়েছে। তাই জনগণের স্বার্থেই জনগণকে ঐক্যবদ্ধ প্রতিরোধ তৈরি করতে হবে।
আজ রবিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে “গ্যাসের মূল্য বৃদ্ধি গণবিরোধী সিদ্ধান্ত বাতিলের দাবীতে” বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ ঢাকা মহানগর আয়োজিত মানবন্ধনে মহানগর সদস্য সচিব মোঃ শহীদুননবী ডাবলু’র সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া। সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বাংলাদেশ কল্যাণ পার্টি ভাইস চেয়ারম্যান সাহিদুর রহমান তামান্না, এনডিপি প্রেসিডিয়াম সদস্য মোঃ মঞ্জুর হোসেন ঈসা, ঢাকা মহানগর বিএনপি নেতা মুক্তিযোদ্ধা মোঃ ফরিদউদ্দিন, সাবেক ছাত্র নেতা কাজী মনিরুজ্জামান মনির, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কেএম রাকিবুল ইসলাম রিপন, ন্যাপ সম্পাদক মোঃ কামাল ভুইয়া, মতিয়ারা চৌধুরী মিনু, জাতীয় ছাত্র কেন্দ্রের সমন্বয়কারী সোলায়মান সোহেল প্রমুখ।
প্রধান বক্তার বক্তব্যে এম. গোলাম মোস্তফা ভুইয়া ২৮ ফেব্রুয়ারি সিপিবি-বাসদ ৯ বাম দলের ডাকা রাজধানীতে অর্ধদিবস হরতালের প্রতি পূর্ণ সমর্থন জ্ঞাপন করে বলেছেন, চলমান সীমাহীন লুটপাটের বোঝা দেশের জনগণের কাঁধে চাপাতে সরকারের দুর্নীতি ও ভুল নীতির ফলে জ্বালানি খাতে নৈরাজ্য সৃষ্টি হয়েছে। এখন এর দায় জনতার উপর চাপানোর জন্যই অযৌক্তিকভাবে গ্যাসের মূল্যবৃদ্ধি করা হয়েছে। জনগণ এই সিদ্ধান্ত কোনভাবেই মেনে নিবে না।
তিনি সরকারকে অবিলম্বে গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়ে বলেছেন, এই অযৌক্তিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলে সরকারকে পিছু হটতে বাধ্য করা হবে।
গোলাম মোস্তফা ভুইয়া ২৮ ফেব্রুয়ারি রাজধানীতে অর্ধ দিবস এ হরতালকে গণদাবির হরতাল হিসেবে পালন করতে ঢাকাবাসীর প্রতি আহ্বান জানান। তিনি বলেন, সব কটি বিতরণ কোম্পানিগুলো লাভজনক অবস্থায় থাকলেও সীমাহীন লুটপাটের জন্যই গ্যাসের মূল্যবৃদ্ধির ঘোষণা দিয়েছে সরকার। আওয়ামী লীগ সরকার পাঁচ বারে গ্যাসের মূল্য পাঁচ গুণ বাড়িয়েছে।
গোলাম মোস্তফা ভুইয়া আরো বলেন, গ্যাসের মূল্য বৃদ্ধির খড়গ পড়বে সাধারণ মানুষের ঘাড়ে। এর প্রভাব পড়বে সব সেক্টরে। এমনিতেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে, শীতের মৌসুমেও এমন কোনো সবজি নেই যেটি ৫০ টাকার নিচে পাওয়া যায়। চালের দাম বেড়েছে কয়েক গুণ, অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যও আকাশছোঁয়া। বাড়ি ভাড়া বেড়েছে। এই অবস্থায় গ্যাসের মূল্যবৃদ্ধি মরার ওপর খাড়ার ঘাঁ হয়ে দাঁড়িয়েছে।
সভাপতির বক্তব্যে মোঃ শহীদুননবী ডাবলু বলেছেন, যেহেতু বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়। তাই তাদের মানুষের ওপর দরদ নেই। তারা মনে করে বাংলাদেশের সবকিছুই আওয়ামী লীগের মালিকানায়। সত্যিকার অর্থে গণতন্ত্রহীন দেশে বন্দুকের জোড়ে যেন জুলুমের শাসন চলছে। এত জুলুম নির্যাতন, গুম, খুনে মানুষ প্রতিবাদের ভাষাও আজ হারিয়ে ফেলেছে। তিনি অবিলম্বে গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবী জানান।