লালমনিরহাট প্রতিনিধিঃ
ধর্ষণ মামলার আসামী হয়ে গ্রেফতার এড়াতে এক মাস পালিয়ে থাকার পর অবশেষে লোক লজ্জায় নিজ বাড়িতে এসে ঘরের ধর্নার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ষাটোর্ধ আবুল কাশেম নামে এক বৃদ্ধ। মঙ্গলবার (২১নভেম্বর) দুপুরে আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জেলা সদরে এনে বুধবার মরদেহের ময়নাতদন্তের পর ঘটনা জানাজানি হয়।
মৃত আবুল কাশেম লালমনিরহাটের আদিতমারীতে উপজেলার পলাশী ইউনিয়নের বড়াইবাড়ি গ্রামের বাসিন্দা।
থানা পুলিশ ও স্থানীয়রা জানান, প্রতিবেশী এক স্কুলছাত্রীকে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে বৃদ্ধ আবুল কাশেমের বিরুদ্ধে। এ ঘটনায় এক মাস আগে আদিতমারী থানায় তার বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা হয়। তবে বাড়ি ছেড়ে পালিয়ে থাকায় পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি।
অবশেষে মঙ্গলবার সকালে তার বাড়ির লোকজন ঘরের ভেতর আবুল কাশেমের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়।
আদিতমারী থানার ওসি মোজাম্মেল হক জানান, ওই বৃদ্ধের নামে থানায় ধর্ষণ মামলা আছে। মামলার পর থেকেই পলাতক ছিলো। ধারণা করা হচ্ছে সে লজ্জায় আত্মহত্যা করতে পারে।