ঢাকা অফিসঃ
দেশে আজ চরম রাজনৈতিক সঙ্কট বিরাজ করছে। দেশকে গণতন্ত্রহীন করে রাষ্ট্রকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে বলে অভিমত প্রকাশ করে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেছেন, ১৯৬৯ সালের শহীদ আসাদ ও শহীদ মতিউরের স্বপ্নের গণতান্ত্রিক বাংলাদেশ আজও প্রতিষ্ঠিত হয়নি। গণতন্ত্রহীন রাষ্ট্রে আজ এক ব্যাক্তির শাসন প্রতিষ্ঠার অপচেষ্টা চলছে।
সোমবার ২৪ জানুয়ারী ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গণমাধ্যমে প্রেরিত এক বাণীতে নেতৃদ্বয় আরো বলেন, ১৯৬৯ এ শহীদ আসাদ আর শহীদ মতিউরের রক্তের পথ ধরেই স্বৈরাচারের পতন হয়ে গণতান্ত্রিক আন্দোলন স্বাধীনতা আন্দোলনে রুপ নেয়। বর্তমান শাসকগোষ্টি গণতান্ত্রিক চেতনার সাথে বিশ্বাস ঘাতকতা করেছেন। শাসকগোষ্টি দেশ ও জনগনের স্বার্থ রক্ষার চাইতে নিজেদের অবৈধ শাসন রক্ষায় ব্যাস্ত।
তারা বলেন, একটি স্থিতিশীল রাষ্ট্রের জন্য প্রয়োজন একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা ও জণপ্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠা। আর সেই লক্ষে সকল দলের অংশ গ্রহনে একটি অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে জনগনের সরকার প্রতিষ্ঠার আন্দোলন গড়ে তুলতে হবে।
নেতৃদ্বয় বলেন, ৬৯-এর গণঅভ্যুত্থানের চেতনায় ক্ষমতাসীন অপশক্তির বিরুদ্ধে গণআন্দোলনের সূচনা করতে হবে। শহীদ আসাদ, শহীদ মতিউরের প্রদর্শিত পথে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে