মোঃ হাসান আলী ( সিরাজগঞ্জ প্রতিনিধি
সারা দেশের ন্যায় সিরাজগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন উপলক্ষে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নানা কমসূচী পালন করা হয়েছে।
গত শনিবার ( ১৬ ডিসেম্বর ২০২৩) শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের আয়োজনে সকাল ৮ টায় অনুষ্ঠান শুরুতে বিজয় শোভাযাত্রা বের করে হাসপাতালের ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এরপর শহীদের স্মরণে জাতির পিতা ও শহীদ এম মনসুর আলীর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। পরে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও কবিতা আবৃত্তি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মহান বিজয় দিবসটির উপর তাৎপর্যপূর্ণ মূলক বক্তব্য রাখেন, শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. আমিরুল হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যাপক ডা. আমিরুল হোসেন তিনি তার বক্তব্য বলেন, মহান বিজয় দিবস বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য ও বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন । বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার সময়। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেওয়ার দিন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৪৮ সাল থেকে ৫২’র ভাষা আন্দোলন, ৬৬’র ছয় দফা, ৬৯’র গণঅভ্যুত্থান, ৭১’র ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ, ২৫ মার্চে গণহত্যা শুরু হলে ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা, ১৭ এপ্রিল মুজিবনগর সরকার গঠন এবং রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ৩০ লাখ শহীদ ও ২ লাখ মা-বোনের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতা। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাক সেনাদের আত্মসমর্পণের মধ্য দিয়ে চূড়ান্ত বিজয় অর্জিত হয়।
অনুষ্ঠানে হাসপাতালের সকল কর্মকর্তা ও কর্মচারী অংশ গ্রহণ করেন। এছাড়া সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পিঠা উৎসবের আয়োজন করা হয় ।