ঢাকা অফিসঃ

এ প্রজন্মের উপস্থাপকদের মধ্যে নিজের মেধা, চমৎকার বাচনভঙ্গি এবং স্টেজ শো কিংবা টিভি পর্দায় নিজের ব্যক্তিত্বসুলভ উপস্থিতি দিয়ে শান্তা জাহান নিজের আলাদা একটি অবস্থান সৃষ্টি করেছেন। যদিও বা মাঝে মাঝে তাকে বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করতে দেখা যায়; কিন্তু উপস্থাপনাই তার নেশা এবং পেশা। উপস্থাপনায় দীর্ঘদিনের পথচলায় আগামী মার্চ মাসে এক অনন্য অভিজ্ঞতার মুখোমুখি হতে যাচ্ছেন তিনি।

আগামী ১৩ মার্চ গাজীপুরে হাজার হাজার মানুষের উপস্থিতিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সৃষ্টি করা হবে, যা গিনেজ ওয়ার্ল্ড বুকে রেকর্ড করার লক্ষ্য। শান্তা জাহান জানান, এর সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন আনজাম মাসুদ। বঙ্গবন্ধুর প্রতিকৃতি সৃষ্টির সেই মুহূর্তটির উপস্থাপনা করবেন শান্তা জাহান, এমনটাই নিশ্চিত করেছেন তিনি।

শান্তা জাহান বলেন, ‘এটা আমার জন্য সত্যিই অনেক বড় এক প্রাপ্তি হতে যাচ্ছে। এমন একটি কাজ করার সুযোগ পেয়ে আমি ভীষণ উচ্ছ্বসিত। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মিতব্য এই পৃথিকৃৎ সৃষ্টির মুহূর্তটিতে আমি থাকতে পারছি, আমি এর অংশীদার হতে পারছি, এটা আমার জন্য সত্যিই বিশাল এক প্রাপ্তি।

সেই মুহূর্তটির সাক্ষী হয়ে থাকব আমি, এটা ভাবতেই যেন ভীষণ ভালো লাগছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা রেখে সেদিনের কাজটি যেন হয় আমার উপস্থাপনা জীবনের অনন্য মুহূর্ত, সে চেষ্টাই থাকবে আমার। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এর সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে।’

শান্তা জাহান এরই মধ্যে আরটিভিতে প্রচার শেষ হওয়া রিয়েলিটি শো ‘বাংলার গায়েন’-এর জন্য বেশ প্রশংসিত হচ্ছেন। এতে তার নান্দনিক উপস্থাপনা সবাইকে মুগ্ধ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *