ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম )প্রতিনিধিঃ
শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে বিজিবি’র রংপুর সেক্টর কমান্ডার কর্ণেল মামুনুর রশিদ,পিএসসি কুড়িগ্রামে সনাতন হিন্দু ধর্মালম্বীদেও প্রধান উৎসব শারদীয় দুর্গাপুজা উদযাপন উপলক্ষে সীমান্তবর্তী এলাকার পুজামন্ডপ পরিদর্শনকালে পুজা উদযাপন পরিষদ ও মন্ডপ কমিটির সঙ্গে মত বিনিময় করেন। এসময় তার সঙ্গে ছিলেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান,সোনাহাট কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ রফিকুল ইসলাম এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
১০ অক্টোবর কুড়িগ্রাম জেলার সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে অবস্থিত পুজামন্ডপ পরিদর্শন করেন। এর মধ্যে ভুরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের সীমান্তবর্তী পালপাড়া পুজা মন্ডপ পরিদর্শনের সময় তিনি সংশ্লিষ্ট পুজা মন্ডপের সভাপতি শ্রী ধনেশ চন্দ্র,সদস্য শ্রী নরেশ চন্দ্র ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গেও সাথে মত বিনিময় করেন। এ সময় তিনি বলেন পুজা চলাকালীন সময়ে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা এড়ানোর লক্ষ্যে বিজিবি কর্তৃক যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে এবং পুজামন্ডপসমুহ সার্বক্ষনিক বিজিবি টহল দলের নজরদারীতে থাকবে। তিনি সারম্ভরপুর্ন পরিবেশে নির্বিঘ্নে পুজা উদযাপনে হিন্দু-মুসলিম নির্বিশেষে এলাকার সচেতন মহলের সহযোগীতা কামনা করেন। পরিশেষে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মালম্বী সকলের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করেন।