ইশরাত জাহান চৌধুরী, মৌলভীবাজার :: মৌলভীভাজার জেলার কুলাউড়া উপজেলায় শিক্ষার্থীদেরকে স্কুল ড্রেস প্রদান করেছে শাহ সৈয়দ রাশীদ আলী ফাউন্ডেশন। আজ ১৯ ফেব্রুয়ারী রোববার কুলাউড়া পৌর শহরের আনন্দ বিদ্যাপিঠে কোমলমতি শিক্ষার্থীদের আপ্যায়ণ করানো ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের হাতে উপহার এবং কাদিপুর ইউনিয়নের গুপ্তগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোমলমতি শিক্ষার্থীদেরকে স্কুল ড্রেস প্রদান করা হয়। ফাউন্ডেশনের উপদেষ্টা আলহাজ্ব আব্দুল্লাহ আল মামুন রেনুর অর্থায়নে কোমলমতি শিক্ষার্থীদের আপ্যায়ণ করানো, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের হাতে উপহার ও শিক্ষার্থীদেরকে স্কুল ড্রেস প্রদান করা হয় অনুষ্ঠান দুটিতে উপস্থিত ছিলেন- রাশিদ আলী ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আল আইন আওয়ামী লীগের সভাপতি লোকমান হোসাইন আনু, আনন্দ বিদ্যাপিঠের অধ্যক্ষ মন্তুশ রায়, সীমান্তের ডাক পত্রিকার সম্পাদক মন্ডলির ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম টিপু, কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল মতলিব, সীমান্তের ডাক পত্রিকার সিনিয়র রিপোর্টার মোক্তাদির হোসেন, গুপ্তগ্রাম সরকারি প্রথমিক বিদ্যালয়ের সহ-সভাপতি শাহীন আহমদ, প্রধান শিক্ষক অর্পন চক্রবর্তী, সহকারি শিক্ষিকা নাজমা বেগম, মিনারা বেগম, শ্রীমতি তালুকদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক সামসুল ইসলাম, শিক্ষানুরাগী শ্যামল দত্ত, রাশীদ আলী ফাউন্ডেশনের সদস্য পারভিন আক্তার, পারুল মিয়া, ফটোগ্রাফার রিয়াজ উদ্দিন প্রমুখ।
উল্লেখ্য- ‘চল সবাই পাঠশালা যাই, শিক্ষার বিকল্প নাই’- এই শ্লোগানকে সামনে রেখে শাহ সৈয়দ রাশীদ আলী ফাউন্ডেশন সু-শিক্ষা, অসহায় মানুষের চিকিৎসা সেবা ও দারিদ্রতা দুরিকরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।