রংপুর প্রতিনিধিঃ
রংপুর ভোগি বালাপাড়া রহমানিয়া হাফেজিয়া মাদ্রাসায় ছাত্র নির্যাতনের ঘটনা ঘটেছে।
গত কয়েকদিন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই মাদ্রাসার একজন ছাত্র নির্যাতনের ছবি ভাইরাল হয়, সেখানে ছাত্রের শরীরে আঘাতের চিহ্ন দেখা যাচ্ছে।
ছাত্রের অভিভাবক অভিযোগ করে বলেন, ওই মাদ্রাসার মুহতামিম মেহেদী হাসান ছাত্রের মায়ের নিকট ৩ হাজার টাকা হাওলাদ চায়। টাকা হাওলাদ দিতে না পারার কারনে মুহতামিম মেহেদী হাসান ক্ষিপ্ত হয়ে পড়া না হওয়ার অযুহাতে নির্মম নির্যাতন করেছে।
নির্যাতিত শিক্ষার্থী রংপুর যোগিপাড়া ভোগি বালাপারার অবসরপ্রাপ্ত সেনাবাহিনী মাহবুবুর রহ্মানের ছেলে মেহেদী হাসান মাহি (১০), সে জানায় ওই মাদ্রাসার হেফজখানার শিক্ষার্থী হাসান এবং হোসাইন এর সামনে অন্য কয়েকজন শিক্ষার্থী দ্বারা হাত পা ধরে মুহতামিম মেহেদী হাসান মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করেন।
ঘটনার বিষয়ে মাদ্রাসার মুহতামিম মেহেদী হাসানের সাথে মোবাইলে যোগায্যগ করলে, তিনি টাকা হাওলাদ চাওয়ার কথা স্বীকার করলেও নির্যাতনের কথা অস্বীকার করেন।