মোহাম্মাদ মানিক হোসেন, চিরিরবন্দর(দিনাজপুর) প্রতিনিধি:

বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ বলেছেন একটি জাতিকে সুপ্রষ্ঠিত করতে হলে দৃঢ় মনোবলের মাধ্যমে সাহিত্যের বিকাশ ঘটাতে হবে। দুর্বল চিত্ত দিয়ে কখনো শক্তিশালী জাতী গঠন হয়না। ৮ মার্চ বৃহস্পতিবার সন্ধায় এবি ফাউন্ডেশনের আয়োজনে দিনাজপুরের চিরিরবন্দর আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল এন্ড কলেজ মাঠে আয়োজিত বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মাননা স্মারক প্রদান ও নৈতিক শিক্ষা এবং শিক্ষার মান উন্নয়ন সম্পর্কে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, একদল ১৯৭১ সালে দেশকে স্বাধীন করেছে আর এ স্বাধীনতাকে রক্ষা করতে হবে নতুন প্রজন্মদের। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন তোমাদের কাছে জাতি অনেক আশা করে আর এ আশা পূরণ করতে হলে তোমাদের সুশিক্ষায় শিক্ষিত হতে হবে এবং দৃঢ় প্রত্যয়ে মনোবল ও সাহস নিয়ে এগিয়ে যেতে হবে। দিনাজপুর জেলা প্রশাসক মীর খায়রুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম রব্বানী, আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও ঢাকা ল্যাব এইড হাসপাতালের অর্থোপেডিক সার্জন অধ্যাপক ডাঃ এম আমজাদ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মঞ্জুরুল হক, দেশের উন্নয়নে অবদান রাখার জন্য স্মারক সম্মাননা প্রাপ্ত ৭ জন গুনী ব্যক্তি, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীসহ গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে এবি ফাউন্ডেশনের পক্ষ থেকে বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আবু সায়ীদ শিক্ষা ক্ষেত্রে চিরিরবন্দর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আলহাজ্ব মহিউদ্দীন, চিকিৎসায় ডাঃ বসন্ত কুমার রায়, লেখক হিসেবে মিসেস লায়লা চৌধুরী, নাট্যকার হিসেবে দ্বীজেন্দ্র নাথ ব্যানার্জী, সংগীতে ওস্তাদ সাইমুল আলী খান, ক্রীড়ায় আজিজুর রহমান, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা হিসেবে সামসুল হাসান তোরাব আলীকে স্মারক সম্মাননা তুলে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন