ফুলবাড়ী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
পুলিশ সুপার, কুড়িগ্রাম জনাব সৈয়দা জান্নাত আরা মহোদয়ের নির্দেশনায় ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ কর্তৃক শিমুলবাড়ী মিয়াপাড়া নাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত ;
অদ্য ১৪/০৩/২০২২ খ্রিঃ তারিখ ১২.৩০ ঘটিকার সময় পুলিশ সুপার, কুড়িগ্রাম জনাব সৈয়দা জান্নাত আরা মহোদয়ের নির্দেশনায় ফুলবাড়ী থানা পুলিশের উদ্যোগে ০২ নং শিমুলবাড়ী ইউনিয়নস্থ শিমুলবাড়ী মিয়াপাড়া নাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ২নং শিমুলবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শরিফুল আলম মিয়া সোহেল, গ্রাম পুলিশ সদস্য সহ শিমুলবাড়ী মিয়াপাড়া নাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ আব্দুস সালাম, প্রধান শিক্ষক মোঃ জামাল উদ্দিন ও সহকারী শিক্ষকগন সহ বিদ্যালয়ের ৪৫০ হতে ৫০০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এসময় অফিসার ইনচার্জ মোঃ ফজলুর রহমান শিক্ষার্থীদের মাঝে পুলিশ সুপার মহোদয়ের বিভিন্ন দিক নির্দেশনাঃ মাদক, বাল্য বিবাহ, ইভটিজিং, নারী নির্যাতন, জুয়া, এসিড নিক্ষেপ সহ বিবিধ আইন-শৃঙ্খলা বিষয়ে সচেতনতা মূলক বক্তব্য প্রদান করেন। এসময় উপস্থিত সকলে মাদক সহ সার্বিক বিষয়ে অফিসার ইনচার্জ কে সহযোগিতা করবেন মর্মে অঙ্গীকার করেন।