সিরাজগঞ্জের শাহজাদপুরে দৈনিক সমকালের স্থানীয় প্রতিনিধি আব্দুল হাকিম শিমুলকে গুলি করে হত্রার প্রতিবাদে এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রবিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীতে মানববন্ধন ডেকেছে ঢাকাস্থ সিরাজগঞ্জ সাংবাদিক সমিতি। বেলা ১১ টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচীতে সাংবাদিক নেতারা বক্তব্য রাখবেন। এ কর্মসূচীতে অংশ গ্রহণ করে সাংবাদিক হত্যার প্রতিবাদে সরব হওয়ার জন্য সংবাদ কর্মীদের প্রতি অনুরোধ জানিয়েছেন সংগঠনটির সভাপতি শামসুল আলম সেতু ও সাধারণ সম্পাদক কাওসার আজম।
এদিকে সাংবাদিক শিমুল হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির মানববন্ধন কর্মসূচীর প্রতি একাত্মতা ঘোষণা করেছে রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতি। সংগঠনটির সভাপতি খায়রুজ্জামান খান কামাল এবং সাধারণ সম্পাদক আলমগীর হোসেন মানববন্ধনে অংশ নেওয়ার জন্য রাজশাহী বিভাগের সকল সাংবাদিককে অনুরোধ জানিয়েছেন।
উল্লেখ্য, সিরাজগঞ্জের শাহজাদপুরে গত বৃহস্পতিবার স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা কাভারেজ দেওয়ার সময় স্থানীয় পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা হালিমুল হক মিরুর শটগানের গুলিতে আহত হন। প্রচুর রক্তক্ষরণের ফলে মারাত্মক আহত শিমুলকে ওই দিনই তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ভর্তি করা হয়। সেখান থেকে শুক্রবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনার পথে সিরাজগঞ্জের হাটিকুমরুলে (সিরাজগঞ্জ রোড) সাংবাদিক শিমুলের মৃত্যু হয়।