মোসলেম উদ্দিন নাগেশ্বরী থেকে: শিশু বিতান নাগেশ্বরীর বার্ষিক ক্রিড়া, সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা প্রশাসন স্কুল মাঠে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আছলাম হোসেন সওদাগর।
এসময় বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন সাংসদ উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আছলাম হোসেন সওদাগর, উপজেলা চেয়ারম্যান আওয়ামীলীগ যুগ্ম সম্পাদক মোস্তফা জামান, জেলা পরিষদ সদস্য লাভলী বেগম, সাবেক মেয়র মোহাম্মদ হোসেন ফাকু, এস.এম রওশন আলম, মাধ্যমিক শিক্ষা সুপারভাইজার নিখিল চন্দ্র বর্মন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসলেম উদ্দিন শাহ, উপজেলা প্রশাসন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ওমর ফারুক, অধ্যক্ষ লিটন চৌধুরী প্রমুখ। এর আগে প্রধান অতিথি সাংসদ আছলাম হোসেন সওদাগর ও উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামানকে ফুলেল সংবর্ধনা দেয় স্কুল কর্তৃপক্ষ। রাত ১১টা পর্যন্ত চলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।