মোঃ মনির হোসেন ঝালকাঠি প্রতিনিধি:
সারাদেশের মত ঝালকাঠিতেও বেড়েছে শীতের প্রকোপ।এতে মানবেতর রাত কাটাতে হচ্ছে হতদরিদ্র ও ছিন্নমূল অসহায় মানুষগুলোকে।এসব মানুষের কষ্ট লাঘব করতে রাতের আঁধারে শহর থেকে গ্রামে ছুটে যান ঝালকাঠির জেলা প্রশাসক মোঃ জোহর আলী ।ঝালকাঠি সদরের বিভিন্ন স্থানের শীতার্ত মানুষের ঘরে ঘরে গিয়ে কম্বল বিতরণ করেন। যোগদানের পর থেকেই একের পর এক মানবিক কাজ করে চলেছেন মোঃ জোহর আলী। শুক্রবার(২০ ডিসেম্বর) রাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে কম্বল বিতরন করেন তিনি। ঝালকাঠি সদরের লঞ্চঘাট এলাকা,দরিদ্র বেদে সম্প্রদায় দের তাবু মুড়ে থাকা বাসস্থান সহ,গ্রামের চর আবাসনের বৃদ্ধ ও অসহায় মানুষদের মাঝে এসব কম্বল বিতরণ করেন তিনি।এ সময় তিনি সাধারন মানুষদের দ্বারে দ্বারে গিয়ে দরিদ্র ও অসহায় মানুষদের খোজ খবর নেন।এসময় নেজারত ডেপুটি কালেক্টর(এনডিসি) আহমেদ হাসান ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফকরুল হোসাইন সাথে ছিলেন। জেলা প্রশাসক মোঃ জোহর আলী বলেন, একজন শীতার্ত মানুষকে সামান্য সহযোগিতা করলে পেতে পারেন অসহায় মানবেতর জীবন থেকে রক্ষা। তাই হতদরিদ্র, অসহায় ও মানবেতর জীবনযাপন কাটানো শীতার্ত মানুষের পাশে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *