লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে স্থানীয় বজলার রহমান মুসতাযীর ট্রাষ্ট। শুক্রবার সন্ধ্যায় উপজেলার দলগ্রাম ইউনিয়নের শ্রীখাতা গ্রামের কৃষক যতিন্দ্রনাথ এর বাড়ির উঠনে ওই কম্বল বিতরণ কার্যক্রম চলে। এসময় বজলার রহমান মুসতাযীর ট্রাষ্ট এর পরিচালক আমেনা শিরিন মুসতাযীর ও মেয়ে এস তাবাসসুম রায়হান মুসতাযীর তামান্না সহ এলাকার ব্যবসায়ী আব্দুস সালাম, অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক ভুপেন্দ্র নারায়ন, কৃষক নীলকান্ত রায় প্রমুখ উপস্থিত ছিলেন।