সাফিমুল হুদা মৌমিক
শীতের সকালে শিশির ,
ভেজা ঘাসের উপর।
হাঁটতেই মনে হয়
ঢাকা কুয়াশার চাদর।
পিঠে পাটি সাপটা,
খেতে লাগে মজা,
খেজুরের রস খেলে
ভরে যায় আত্না।
ভাপা পিঠার ধোঁয়া
সাথে মুড়ি মোয়া
পিঁয়াজ-তেল-মেখে
মজা করে খাওয়া।
তপায় আগুন সবাই
বয়সের ভেদাভেদ নাই
কখন সূর্য ওঠে
সবাই অপেক্ষায় থাকে।
(বিঃ দ্রঃ কবিতাটির লেখক বিশেষ শ্রেনির শিশু)