এস.এম.রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের খানসামা উপজেলায় একদিনের সফরে আসছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ এবং সাধারন সম্পাদক আফজালুর রহমান বাবু।
বিষয়টি নিশ্চিত করে খানসামা উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রাকেশ গুহ বলেন, শুক্রবার (১৮ ডিসেম্বর) সকালে প্রধানমন্ত্রীর শীত উপহার কম্বল বিতরণ করবেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ এবং সাধারন সম্পাদক আফজালুর রহমান বাবুর নেতৃত্বে কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগ৷ এরপরে খানসামা বাজারে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রন্জন গুহের বাসায় অবস্থান করবেন। এই সফরে কেন্দ্রীয় নেতারা রংপুর বিভাগের বিভিন্ন জেলায় শীতবস্ত্র বিতরণ করবেন বলে জানান তিনি।