কবি -দুর্গা শংকর বন্দ্যোপাধ্যায়
জন্ম হলে কোন জীবের মৃত্যু তার অবশ্য হবে
সকালে সোনার হাসি, সন্ধ্যায় বিষাদ মাখাবে।
জীবনের এই মানে, চলতে হবে বুঝে মেনে
অমলিন স্মৃতিগুলো মৃত্যুপথে প্রাণ ফেরাবে।
শুরু হলে কোন কিছু, শেষ তার অবশ্য হবে
অঙ্কুরিত বীজ থেকে মহীরুহ শোভা পাবে।
ফুলে ফলে পল্লবে তরুতলে ছায়া ভরে যাবে
পথমাঝে বটবৃক্ষ কোনদিন অস্তিত্ব হারাবে।
ঋতুর পরে ঋতু আসে বসন্ত হয় যে রঙিন
পরে নববর্ষ আসে চলে যায় এক এক দিন।
জীবন পথে ভবিতব্য একমাত্র অন্তিম গমন,
বোধনের আনন্দ মুছে বিসর্জন বিষাদ বেদন।
দেহধারী জীবমাত্রে যাবে দেহ ছেড়ে দেহান্তরে
থেমে যাবে জীবন গতি যেতে হবে পরপারে।
মিটিয়ে পাওনা দেনা, সাঙ্গ করে বেচাকেনা
ভবের হাট ভাঙবে যখন যেতে হবে যম দুয়ারে।