এস.এম.রকিঃ
২০০৪ সালের ২১ আগস্ট জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দ্যেশে বর্বরোচিত গ্রেনেড হামলাকারীদের ফাঁসির দাবিতে দিনাজপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালিত।

শনিবার (২১ আগস্ট) দুপুরে দিনাজপুর প্রেসক্লাব সম্মুখ সড়কে জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর ইসলাম রাহুল ও সাধারণ সম্পাদক গোলাম ইমতিয়াজ ইনানের নেতৃত্বে মানববন্ধন কর্মসূচী পালন করে ছাত্রলীগ। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আহসানুজ্জামান চঞ্চল এবং দিনাজপুর জেলা ছাত্রলীগের আওতাধীন বিভিন্ন ইউনিটের নেতাকর্মীবৃন্দ।

দিনাজপুর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর ইসলাম রাহুল বলেন, সন্ত্রাসবিরোধী সমাবেশে ২০০৪ সালের ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলা চালিয়ে সেদিন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টাসহ আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল বিএনপি-জামাত জোট সরকার। ভাগ্যগুনে সেদিন শেখ হাসিনা বেঁচে যান। আমরা ২১শে আগস্ট গ্রেনেড হামলার সঙ্গে জড়িত সব খুনিদের অবিলম্বে ফাঁসি কার্যকর করার দাবি করছি। সেই সঙ্গে যারা বিদেশে পালিয়ে আছেন, তাদেরও আইনের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে দ্রুত সময়ের মধ্যে ফাঁসি কার্যকরের দাবি জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *