জাহাঙ্গীর আলম চৌধুরী, ছাতক (সুনামগঞ্জ) থেকেঃঃ

শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমাউন বলেছেন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনা সরকার দেশ পরিচালনা করছেন। জননেত্রী শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বের কারনেই সারা বিশ্বে বাংলাদেশ এখন রোল মডেল। মন্ত্রী বলেন, আল্লাহর রহমতে বর্তমান বিশ্বের করোনা কালীন দুঃসময়ে বাংলাদেশের মানুষ ভালো আছে। আওয়ামীলীগ সরকার দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছে। এখানে সৌদি একটি কোম্পানী বড় একটি প্রতিষ্টান স্থাপনের উদ্যোগ নিয়েছে।

তিনি বলেন, দেশের রুগ্ন রাষ্ট্রীয় শিল্প প্রতিষ্টান গুলোকে অধুনিকায়নের জন্য নানা পরিকল্পনা হাতে নিয়েছে জন নেত্রী শেখ হাসিনা সরকার। সরকারের উন্নয়ন মূলক কার্যক্রম দেখে এখন বিরোধীদল নানা সমালোচনায় ব্যস্থ। দেশের তারা উন্নয়ন চোখে দেখে না। ছাতক সিমেন্ট কারখানার আধুনিকায়নের বিষয়ে বলেন, এটি আধুানিকায়ন হলে একটি লাভজনক প্রতিষ্টানে পরিনত হবে।

বৃহস্পতিবার বিকেল ৫টায় সুনামগঞ্জের ছাতকে বাংলাদেশ কেমিক্যাল ইন্ড্রাষ্টিজ কর্পোরেশন সকল (বিসিআইসি)’র নিয়ন্ত্রনাধীন রাষ্ট্রায়ত্ব প্রতিষ্টান ছাতক সিমেন্ট কোম্পানীতে ৮শ’৯০ কোটি টাকা ব্যয়ে ওয়েট প্রসেস থেকে ড্রাই প্রসেস প্রকল্প কাজের আনুষ্টানিক উদ্ভোধন শেষে কারখানার সিসিএফ অডিটোরিয়ামে কর্মকর্তা-কর্মচারীদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিশেষ অতিথির বক্তব্যে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমদ মজুমদার বলেন, শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ। বর্তমান সরকার শিল্প-কারখানার উন্নয়নে কাজ করছে। দেশে এখন বিদেশী বিনিয়োগ বাড়ছে। করোনাকালীন কালীন সময়েও দেশের মানুষের কল্যানে নানা কর্মসূচী হাতে নিয়েছে সরকার।

তিনি আরও বলেন, কারখানার শ্রমিক নেতাদের উদ্দেশ্য করে বলেন, নিয়মিত ডিউটি করে কারখানার উন্নতিতে অধিক মনযোগ দেওয়ার আহবান জানান। কারখানার কোন ক্ষতি হবে, এমন কোন রাজনীতি না করার জন্য শ্রমিকদের নির্দেশনা দিয়েছেন। ছাতক সিমেন্ট কোম্পানীর নতুন প্রকল্প কাজে কোন প্রকার অনিয়ম-দূর্ণীতি বরদাশ করা হবে না বলে হুসিয়ারী দেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় সংসদের প্যানেল স্পীকার ও সুনামগঞ্জ-৫ আসনের এমপি মুহিবুর রহমান মানিক বলেন, শিল্প নগরী ছাতক বিট্রিশ আমল থেকেই চুনাপাথর ব্যবসার জন্য প্রসিদ্ধ থাকায় এখানে সিমেন্ট কারখানা স্থাপিত হয়। এই সিমেন্ট কারখানাকে বিক্রি করতে বিভিন্ন সময়ে নানা ষড়যন্ত্র হয়েছে। ছাতকের আরেকটি প্রতিষ্টান সিলেট পাল্প এন্ড পেপার মিলস্ বিএনপি সরকারের আমলে পানির দামে বিক্রি করা হয়েছে।

তিনি বলেন, আওয়ামীলীগ সরকারের আমলেই ২০১৬ সালের ৮ মার্চ একনেক সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সদি”ছায় ছাতক সিমেন্ট কারখানা আধুনিকায়নের জন্য নতুন প্রকল্প পাস করেন। শুধু সিমেন্ট কোম্পানী নয় দেশের সরকারী অন্য প্রতিষ্টান গুলো আধুনিকায়নের কাজ করা হবে।

বিসিআইসি’র চেয়ারমান এহছানে এলাহি’র সভাপতিত্বে ও সিলেট মহানগর সে”ছাসেবক লীগের সহ-সভাপতি এমএ রশীদ আহমদ ও আ’লীগ নেতা আফতাব উদ্দিনের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন, সুনামগঞ্জ জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন, সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান (বিপিএম), বিসিআইসি পরিচালক লুৎফুর রহমান, ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান ইদ্রিছ আলী (বীর প্রতীক), ছাতক সিমেন্ট কোম্পানী ব্যবস্থাপনা পরিচালক ও পিডি এএফএম আব্দুল বারী, আ’লীগ নেতা সৈয়দ আহমদ, সিবিএ সেক্রেটারী আবদুল কদ্দুছ। মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন, ছাতক সিমেন্ট কোম্পানী সিবিএ সভাপতি হাবিবুর রহমান কাজল।

বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত মো. লাহিন, সুনামগঞ্জ জেলা সে”ছাসেবক লীগ সহ-সভাপতি বাবুল রায় প্রমূখ। এর আগে ৪ টায় ছাতক সিমেন্ট কারখানার আধুনিকায়ন প্রকল্প কাজের আনুষ্টানিক উদ্ভোধন করেন শিল্পমন্ত্রী। সভায় শিল্পমন্ত্রী-প্রতিমন্ত্রীসহ অতিথিবৃন্দকে ফুলের তোড়া ও ক্রেষ্ট প্রদান করা হয়। সভা শেষে দোয়া পরিচালনা করেন আ’লীগ নেতা আফজাল হোসেন।

সভায় ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান, এসপি ছাতক সার্কেল বিল্লাল হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, ইউপি চেয়ারম্যান গয়াছ আহমদ, আখলাকুর রহমান, আমিরুল হক, আব্দুল মছব্বির, আব্দুল খালিক, অদুদ আলম, কাজী আনোয়ার হোসেন আনু, আব্দুল হেকিম, জসিম উদ্দিন রানা, বিল্লাল আহমদ, মুরাদ আহমদ, উপজেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রাসেল আহসদ, যুবলীগ নেতা জয়নাল আবেদীন ও ছাত্রলীগ নেতা তজ্জমুল হক রিপন প্রমূখ। ##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন