মোঃ নূরনবী ইসলাম, খানসামা(দিনাজপুর) প্রতিনিধি : বর্তমান সরকার কি করছে আর কি করতে পারে, তা কাজ করে প্রমাণ দিয়েছে। এ কথা আর বলার দরকার হয় না। শিক্ষিত মহল থেকে শুরু করে সাধারণ মানুষও এ সরকারের উন্নয়ন কর্মকান্ড দেখছে। এ সরকারের দ্বারা বিদ্যুৎ, রাস্তা-ঘাট, হাট-বাজার, ব্রীজ-কালভার্ট এবং ঘর-বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও সেবামূলক প্রতিষ্ঠান সহ সবখানে উন্নয়ন কার্যক্রম হচ্ছে। আমি খেটে খাওয়া মানুষের মুখে মুখে এসব কথা বলতে শুনেছি। আর এ জন্যই বলব শেখ হাসিনা সরকার দেশ ও জনগণের উন্নয়নের সরকার। গতকাল সকালে উপজেলার দক্ষিণ আগ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি এসব কথা বলেন।
অনুষ্ঠানে তিনি উপজেলার গুলিয়াড়া গ্রামে ৩০টি, আগ্রা গ্রামে ৫২টি এবং গোয়ালডিহি গ্রামে ৩৮টি পরিবার ও দাতব্য প্রতিষ্ঠানে বৈদ্যুতিক সংযোগ এবং রামনগর ডারায় ৪০ ফুট ত্রাণের ব্রীজ উদ্বোন করেন। পরে উত্তমপাড়া গ্রামে ১টি নতুন পাকা রাস্তা, গোবিন্দপুর রায়পাড়ার নিকট বেলান নদীতে ৬০ ফুট ত্রাণের ব্রীজ এবং জয়গঞ্জ চন্ডীপুরের নিকট বুড়া নদীতে ৬০ ফুট ত্রাণের ব্রীজ উদ্বোধন করেন। এ সময় উপজেলা চেয়ারম্যান মো. সহিদুজ্জামান শাহ, উপজেলা নির্বাহী অফিসার মো. সাজেবুর রহমান, পল্লীবিদ্যুৎ সমিতির রাণীরবন্দর জোনাল অফিসের ডিপুটি জেনারেল ম্যানেজার আশরাফুল হক, উপজেল প্রকৌশলী সুবীর কুমার সরকার, আওয়ামী লীগ সভাপতি শাহ্ মো. আব্দুল জব্বার, সহ-সভাপতি প্রভাষক সাইফুল ইসলাম, আতোয়ার রহমান শাহ্, সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, ইউপি চেয়ারম্যান হাফিজুল হক, গোলাম মোস্তফা আহমেদ শাহ্, সাজেদুল সাজু, শফিকুল ইসলাম ও আইনুল হক শাহ্, আলোকঝাড়ি ইউপির সাবেক মোকছেদুল গণি রাব্বু শাহ্ সহ যুবলীগ, ছাত্রলীগ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও জনসাধারণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *