এস.এম হোসাইন আছাদ, জামালপুর
সাংবাদিকতায় ও সাংগঠনিক দক্ষতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ শেরে-বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড-২০২১ পেলেন জামালপুর প্রেসক্লাবের সভাপতি ও চ্যানেল আই’র জামালপুর প্রতিনিধি সাংবাদিক হাফিজ রায়হান সাদা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে গত ১৯ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় ঢাকার বিজয়নগরের একটি হোটেলে এ এ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিমের হাত থেকে শেরে-বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ডটি গ্রহন করেন জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা। এ্যাওয়ার্ড প্রদানের পুর্বে সাউথ এশিয়া সোস্যাল এডুকেশন ফাউন্ডেশন ও শেরে-বাংলা একে ফজলুল হক গবেষণা পরিষদের আয়োজনে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করা হয়।

অনুষ্ঠানে শেরে-বাংলা একে ফজলুল হক গবেষণা পরিষদের মহাসচিব মো. আর কে রিপনের পরিচালনায় প্রধান আলোচক ছিলেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শহীদুর রশীদ ভুইয়া, সাবেক তথ্য সচিব ও সংগঠনের প্রধান সৈয়দ মার্গুব মোর্শেদ প্রমুখ। এসময় সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সংগঠনের অনেকেই উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *