এইচ.এম ইমরান, শৈলকুপা (ঝিনাইদহ) থেকে:
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নিত্যানন্দনপুর ইউনিয়নের সাপখোলা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। এসময় বেশ কয়েকটি বাড়ী-ঘর ভাংচুর করা হয়। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, ওই গ্রামের লাল্টু, জসিম উদ্দিন, মিলন হোসেন, আশরাফুল হোসেন, টিটো শিকদার, শিমুল হোসেন, রাজু হোসেন, স্বপন মোল্লা, সুজায়েদ হোসেন, জাহাঙ্গীর হোসেন, রাজু আহম্মেদ, টিপু হোসেনসহ অন্তত ১৫ জন।
আহতদেরকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
শৈলকুপা থানার ওসি তরিকুল ইসলাম জানান, ফারুক চেয়ারম্যান ও টিটো মেম্বরের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিলে। এরই জের ধরে সকালে উভয় পক্ষের লোকজন ঢাল সড়কি, হাসুয়া, রামদা, ফালা ও লাঠিসোটা এবং গ্রাম্য অস্ত্র-সস্ত্র নিয়ে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষে ১৫ জন আহত হয়। খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে।
বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *