এইচ.এম ইমরান, ঝিনাইদহ থেকে :
ঝিনাইদহের শৈলকুপায় সুমাইয়া বেকারীতে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে জরিমানা আদায় করেছে।
সেমবার সকালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন শৈলকুপা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমী মজুমদার। এসময় তার সাথে শৈলকুপা থানার এস আই আতিয়ার রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুমী মজুমদার বলেন, উপজেলার তমালতলা সুমাইয়া বেকারীতে ভ্রাম্যমান আদালত অভিযান চালায়। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরীর অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বেকারীর মালিক আতিয়ার রহমানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।