এইচ.এম ইমরান, শৈলকুপা (ঝিনাইদহ) থেকে :
সারাদেশে ২হাজার একটি শেখ রাসেল ডিজিটাল ল্যাব এর উদ্বোধনের অংশ হিসেবে ঝিনাইদহের শৈলকুপায় পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে ডিজিটাল ল্যাব এর উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসকল ল্যাবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এসময় পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামছুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শৈলকুপা পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি কাজী আশরাফুল আজম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি কাজী গোলাম রসুল রাশু, অভিভাবক সদস্য রহমত আলী, আজাদ রহমান ও শিক্ষক প্রতিনিধি ইমরান খান।
এছাড়াও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সার্বিক তত্বাবধায়নে ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফজলুর রহমান।