মনিরুজ্জামান সুমন, শৈলকুপা :
ঝিনাইদহের শৈলকুপায় কাঁচেরকোল ইউনিয়নের ধর্মপাড়া গ্রামে ৫ কৃষকের ফসলের উপর তান্ডব চালিয়েছে সামাজিক প্রতিপক্ষরা। এ ব্যাপারে শৈলকুপা থানায় লিখিত অভিযোগ হয়েছে। সোমবার রাতে ধর্মপাড়া মাঠে এ ঘটনা ঘটে।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ধর্মপাড়া গ্রামের কৃষক দিদারে ১’শ টি কলা গাছ ও ৫ শতক জমির মরিচ, ওমর ফারুকের ৬ শতক জমির পটল, ইকবালের ৬০টি মেহগনি, আসলামের ৫ শতক পাট ও প্রতিবন্ধী ছানোয়ারের ৬ শতক জমির মরিচ গাছ কেটে বিনষ্ট করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় দিদার হোসেন শৈলকুপা থানায় সাহেব আলীম, মুকুল, আরিফুল, তরিকুল, জাহিদ, লিটন, স্বপন, সেলিমসহ অজ্ঞাত ১০-১২ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেছে। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ বজলুর রহমান জানান, ধর্মপাড়া মাঠে ফসল বিনষ্টের ঘটনায় একটি লিখিত অভিযোগ হয়েছে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *