shailkupa-kamanna-day-pic-1
এইচ,এম ইমরান, শৈলকুপা (ঝিনাইদহ) থেকে:
ঝিনাইদহের শৈলকুপায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার হাকিমপুর ইউনিয়নের মাদলা মাধ্যমিক বিদ্যালয়ে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে দুপুরে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান শিকদার কামরুজ্জামান জিকুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উসমান গনি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ভাল ফলাফল করতে সকল ছাত্র-ছাত্রীদেরকেই চেষ্টা করতে হবে। মনোযোগ দিয়ে লেখা পড়া করলে অবশ্যই ভালো ফলাফল করা সম্ভব। সব শিক্ষার্থীদেরই বিশ্ববিদ্যালয়ে লেখা পড়ার সুযোগ পেতে এখন থেকেই মনোযোগী হতে হবে।
বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষকলীগের সহ-সভাপতি ও বিপ্রবগদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক আব্দুল আজিজ। এছাড়াও মাদলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লোকমান হোসেনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
২৬ মার্চ রবিবার স্বাধীনতা দিবস উপলক্ষ্যে উক্ত বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *