এইচ,এম ইমরান, শৈলকুপা (ঝিনাইদহ):
ঝিনাইদহের শৈলকুপায় বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান মাস্টারের ৮ম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে উত্তরপাড়া মডেল একাডেমিতে উত্তরপাড়া গ্রামবাসী এ অনুষ্ঠানের আয়োজন করে।
উত্তরপাড়া মডেল একাডেমির পরিচালক আলহাজ্ব রবিউল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন এস,এম কোবাদ আলী মাস্টার।
বিশেষ অতিথি ছিলেন শৈলকুপা প্রেসক্লাবের সভাপতি এম হাসান মুসা, সাংবাদিক এ,এস,এম আলীমুজ্জামান, আবিদুল ইসলাম, এইচ,এম ইমরান ও অত্র প্রতিষ্ঠানের শিক্ষক সুমন প্রমুখ। অনুষ্ঠানে উত্তরপাড়া মডেল স্কুলের সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা আতিয়ার রহমান মাস্টারের স্মৃতি চারণ করে কান্নায় ভেঙ্গে পড়েন।