এইচ,এম ইমরান, শৈলকুপা :
ঝিনাইদহের শৈলকুপায় আওয়ামীলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ২ জন আহত ও ২০টি বাড়িঘর ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ব্যাপারে শৈলকুপা থানায় ১৭ জনকে আসামী করে একটি মামলা দায়ের হয়েছে। পুলিশ ইতোমধ্যে ৬ জনকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, সারুটিয়া ইউনিয়নের দুই গ্রুপের রাজনৈতিক ও সামাজিক দলাদলির সূত্র ধরে সাবেক চেয়ারম্যান আ’লীগ নেতা আব্দুল আজিজের উপর সম্প্রতি নৃশংস হামলার ঘটনা ঘটে।
এরই জের ধরে রবিবার সন্ধ্যায় ভাটবাড়িয়া গ্রামের আফজাল ও রানা নামে দুই ব্যক্তিকে মারপিট করে আব্দুল আজিজের সমর্থকরা।
রাতেই শৈলকুপা থানায় একটি মামলা রুজু হয় এবং পুলিশ আহত আব্দুল আজিজসহ ৬ জনকে গ্রেফতার করে। গ্রেফতার আতঙ্কে আব্দুল আজিজের সমর্থকরা গা’ঢাকা দেয়। সুযোগ বুঝে প্রতিপক্ষ বর্তমান চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুনের সমর্থকরা সোমবার ভোররাতে ভাটবাড়িয়া গ্রামের আব্দুল আজিজের সমর্থকদের বাড়িতে হামলা চালায়। এসময় নুর ইসলাম, মোস্তফা শেখ, হাবিবুর রহমান, মোক্তার, রেজাউল ইসলাম, মিজানুর রহমান, আমিনুর ইসলাম, ছমির উদ্দিন, ফজলুর রহমান, আবু সাঈদের বসতবাড়িসহ অন্তত ২০টি বাড়ী ভাংচুর করে।
ক্ষতিগ্রস্থ পরিবারের অভিযোগ ভাটবাড়িয়াসহ পার্শ্ববর্তী গ্রাম থেকে আসা হামলাকারী ক্যাডার বাহিনীরা তাদের বাড়িঘর দোকানপাট ভাংচুর করে যাওয়ার সময় মালামাল টাকা পয়সা লুটপাট করে নিয়ে গেছে। যাদের বিরুদ্ধে শৈলকুপা থানায় ইতোপূর্বে বিভিন্ন মামলা রয়েছে।
এ ব্যাপারে শৈলকুপা থানার এসআই এমদাদ হোসেন জানান, রাজনৈতিক পূর্ব শত্রুতার জের ধরে হামলার ঘটনাকে কেন্দ্র করে রবিবার ভোরে বাড়িঘর ভাংচুরের ঘটনা ঘটেছে। বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক সেখানে পুলিশ মোতায়েন রয়েছে।