এইচ,এম ইমরান, ঝিনাইদহ :
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আবাইপুর ইউনিয়নের জুগনী গ্রামের ইকরামুল জোয়ার্দ্দার (৫০) নামের এক ব্যাক্তির করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের মতিয়ার জোয়ার্দ্দারের ছেলে।
শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন জানান, করোনা উপসর্গ নিয়ে ঢাকা থেকে নিজ বাড়িতে আসে কয়েকদিন আগে ইকরামুল জোয়ার্দ্দার। মঙ্গলবার দুপুরে তিনি মারা যান।
পরে বিকেলে জেলা প্রশাসক সরোজ কুমার নাথের নির্দেশনা মোতাবেক ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশন এর উপপরিচালক মো: আব্দুল হামিদ খানের সার্বিক তত্বাবধানে ও শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার মো: সাইফুল ইসলামের সার্বিক সহযোগিতায় ফিল্ড সুপার ভাইজার মো: আব্দুর রাজ্জাক এর নেতৃত্ব মৃতের জানাজা ও দাফন সম্পন্ন করা হয়। সেসময় মৃত ব্যাক্তির শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *