এইচ,এম ইমরান, শৈলকুপা (ঝিনাইদহ) থেকে:
ঝিনাইদহের শৈলকুপা থেকে ৯ কেজি ৩শ’ গ্রাম গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৬। শুক্রবার উপজেলার ত্রিবেনী ইউনিয়নের পদমদী গ্রামের অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, শৈলকুপা উপজেলার পদমদি গ্রামের সিরাজুল ইসলামের ছেলে ফিরোজ বিশ্বাস (৩৫), কুষ্টিয়ার মিরপুর উপজেলার বোয়ালিয়া গ্রামের মৃত নসিম উদ্দিন মন্ডলের ছেলে বকুল মণ্ডল (৪০) ও শৈলকুপা উপজেলার শ্রীরামপুর গ্রামের আবু বক্কর সিদ্দিকীর ছেলে ফারুক হোসেন (৩০)।
র্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মনির আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে পদমদি গ্রামে অভিযান চালায়। এ সময় পদমদী গ্রামে ফিরোজ বিশ্বাসের বাড়িতে অভিযান চালিয়ে ৯ কেজি ৩’শ গ্রাম গাঁজাসহ বকুল মন্ডল ও ফারুক হোসেন নামের আরো দুই জনকে আটক করা হয়।
এ ঘটনায় শৈলকুপা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আটককৃতরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসা করে আসছিল বলে র্যাব জানায়।