এইচ,এম ইমরান, শৈলকুপা (ঝিনাইদহ) থেকে:
ঝিনাইদহের শৈলকুপায় ভ্রাম্যমাণ আদালত বিশেষ অভিযান চালিয়ে ৮ জুয়াড়ীর কাছ থেকে জরিমানা আদায় করেছে। রোববার বিকেলে পৌর এলাকার পুরাতন কাপড় হাটে জুয়ার বোর্ডে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস,এম মুনিম আহমেদ লিংকন। এসময় তার সহযোগী ছিলেন শৈলকুপা থানার এস,আই আতিয়ার রহমান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পুরাতন কাপড় হাটে চায়ের দোকানের সামনে গোপনে তাসের সাহায্যে জুয়ার বোর্ড চালিয়ে আসছিলো জুয়াড়ীরা। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে পুলিশ নিয়ে অভিযান চালিয়ে ৮ জুয়াড়ীকে হাতেনাতে আটক করা হয়। আটককৃতদের প্রত্যেকের কাছ থেকে দুই শত টাকা করে মোট এক হাজার ছয়শত টাকা জরিমানা আদায় করা হয়েছে। সেই সাথে কোথাও যেন জুয়ার বোর্ড না বসে সে বিষয়ে কঠোর হুসিয়ারী দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।