এইচ,এম ইমরান, ঝিনাইদহ:
ঝিনাইদহের শৈলকুপায় যথাযোগ্য মর্যাদা, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি পালনের লক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করে। মুক্তিযোদ্ধা বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক অংগসংগঠনের নেতৃবৃন্দ। এ সময় মহান স্বাধীনতা যুদ্ধের বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। সকাল ৮টায় নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ সাইফুল ইসলামের সভাপতিত্বে সরকারি ডিগ্রি কলেজ মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে বিজয় দিবসের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান শিকদার মোশাররফ হোসেন সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তিনি বলেন মুক্তিযুুদ্ধ শুধু আমাদের বিজয়ের ইতিহাস নয়, আমাদের দেশপ্রেমের অনুপ্রেরণা যোগায় এবং আমাদেরকে উজ্জীবিত করে। দেশ বিনির্মাণের জন্য দরকার আমাদের সর্বোচ্চ ত্যাগ দিয়ে স্ব স্ব অবস্থান থেকে কাজ করা। দিবসটিকে ঘিরে ডিগ্রি কলেজ মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠন তাদের পক্ষ থেকে ডিসপ্লে ও কুচকাওয়াজ প্রদর্শন করে। পরে ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ মুক্তিযোদ্ধাদের আলোচনা শেষে পুরুস্কার বিতরণীর মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।