এইচ,এম ইমরান, শৈলকুপা :
ঝিনাইদহের শৈলকুপায় যাত্রীবাহি বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে উল্টে যায়। এসময় বাসে থাকা নারী-শিশু ও ৩ মুক্তিযোদ্ধাসহ অন্তত ২৫ জন যাত্রী গুরুত্বর আহত হয়েছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে। আহতরা শৈলকুপা ও ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। রবিবার সকালে শৈলকুপার গোবিন্দপুর গ্রামের ধামখোল ব্রীজের পাশে এ দুর্ঘটনা ঘটে।
শৈলকুপা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শফিকুল ইসলাম জানান, শৈলকুপার হাটফাজিলপুর থেকে ছেড়ে আসা ঝিনাইদহগামী (জামালপুর-জ-০৪-০০০২) একটি যাত্রীবাহি বাস গোবিন্দপুর ধামখোল ব্রীজের পাশে এসে পৌছলে অপর দিক থেকে আসা আরেকটি বাসকে ক্রসিং করতে গেলে নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে উল্টে যায়। এসময় বাসে থাকা জমেলা, ফেরদৌসি, আকবর, সাগর, রজব আলী, পিংকি, মায়া, শিল্পি, রনজিৎ বিশ্বাস, আয়ুব আলী, মনোহর, সোহাগ, শিলা দাস, আক্কাস আলী, ফাতেমা, তোয়াজ উদ্দিন, সাব্বির হোসেনসহ অন্তত ২৫ জন যাত্রী আহত হয়।