এইচ,এম ইমরান, শৈলকুপা (ঝিনাইদহ) থেকে:
সরকারী কোষাগার থেকে বেতন, ভাতা ও পেনশনের দাবীতে সারাদেশের ন্যায় ঝিনাইদহের শৈলকুপা পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের অর্ধদিবস কর্ম বিরতি পালিত হয়েছে। সোমবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত পৌরসভা চত্বরে কর্মকর্তা কর্মচারী এসোসিয়েশনের নেতা কর্মী ও সকল সদস্য অর্ধ দিবস কর্ম বিরতি পালন করেন।
পৌর কর্মকর্তা কর্মচারী এসোসিয়েশনের সভাপতি আনিসুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিয়ন হোসেনের নেতৃত্বে এ কর্ম বিরতি পালিত হয়। এসময় জেলা কমিটির সদস্য মীর শহিদুল ইসলাম ও হাবিবুল্লাহ লিটন উপস্থিত ছিলেন।
এসময় নেতৃবৃন্দ সরকারী কোষাগার থেকে বেতন, ভাতা ও পেনশনের দাবী তুলে বক্তব্য রাখেন।