ফুলবাড়ী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবসে শনিবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ চত্বরে ৫ শ’ জন ব্যক্তিকে ত্রাণ প্রদান করেছে উপজেলা প্রশাসন। উপজেলার কর্মহীন বাস ও ট্রাক শ্রমিক এবং হোটেল শ্রমিকদের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করা হয়।

করোনা ভাইরাস সংক্রমণের কারণে বর্তমান লকডাউন পরিস্থিতিতে কর্মহীন হওয়া ব্যক্তিদের মাঝে প্রধানমন্ত্রী কর্তৃক প্রদেয় মানবিক সহায়তা প্রদান কার্যক্রমের অংশ হিসেবে প্রতিজনকে ১০ কেজি চাল, আড়াই কেজি আলু, আধা কেজি তেল, আধা কেজি লবণ ও ১ কেজি ডাল প্রদান করা হয়।

ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, উপজেলা নির্বাহী অফিসার সুমন দাস, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত, ফুলবাড়ী সদর ইউনিয়ন চেয়ারম্যান হারুন অর রশিদ প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন