ইশরাত জাহান চৌধুরী, মৌলভীবাজার ::
মাতৃত্বের এক অনন্য দৃষ্টাইএক স্থাপন করেছে একটি বানর। পরিত্যক্ত এক বিড়াল ছানাকে ১ মাস ধরে মাতৃত্বের ছায়ায় আগলে রেখে পরম মমতায় বড়ো করছে মমতাময়ী মা বানর। কখনও বুকের দুধ খাওয়াচ্ছে, কখনও-বা নিজের খাবার ভাগ করে খাওয়াচ্ছে। হাতে তুলে খেলাচ্ছলে দোল খাওয়াচ্ছে। নাগপাশে কেউ এলে ছো’ মেরে কোলে তুলে বুকে আগলে রাখছে। ভিন্ন প্রজাতির এ বিড়াল ছানার প্রতি এক মা বানরের এমন বিরল ভালবাসায় অনেকে আবেগগাপ্লুত হয়ে পড়েছেন। ঘটনাটি শ্রীমঙ্গল শহরের জালালিয়া সড়কে একটি বার্ড ব্রিডিং সেন্টারের। ব্রিডিং সেন্টারের পরিচালক আব্দুল আহাদ মিয়া জানান- তার পোষা ২টি হিংস্র মেন্ডেলা প্রজাতির নিঃসন্তান বানর দম্পতি রয়েছে। ১ মাস আগে পুরুষ বানরটি একটি সদ্য ভূমিষ্ট বিড়াল ছানা কোথা থেকে এনে মা বানরের কাছে রেখে যায়। তখনও বিড়াল ছানাটির চোখ ফোঁটেনি। এরপর থেকে মা বানরটি বিড়াল ছানাকে মায়ের মতো লালন-পালন করে বড়ো করছে। তিনি আরও জানান- এ প্রজাতির বানর সাধারণত মাংসাসী প্রাণী হলেও, অজ্ঞাত কারণে বিড়াল ছানাটিকে না খেয়ে স্ত্রী বানরের হাতে তুলে দেয় পুরুষ বানড়টি। বিড়াল ছানার প্রতি বানরের ভালবাসার এ বিরল দৃশ্য দেখতে শহরের অনেকে ভীড় জমাচ্ছেন বার্ড ব্রিডিং সেন্টারটিতে।