মো: আলাল আহমদ :
মৌলভীবাজার প্রতিনিধি :

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা বাগানের ভেতর থেকে নুরুল ইসলাম নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।
আজ ২৪ জুলাই শুক্রবার সকাল ৮টায় উপজেলার গান্ধী ছড়া চা বাগানের ভেতর থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।
স্থানীয় এলাকাবাসী জানান মৃত নুরুল ইসলাম পেশায় একজন কৃষক। এলাকাবাসীর ধারণা পূর্ব শত্রুতার জেরে এমন ন্যাক্কার জনক ঘটনা কেউ ঘটাতে পারে । স্থানীয়রা আরও বলেন শত্রুতা যাই হোক একজন মানুষকে একেবারে মেরে ফেলা মোটেও কাম্য নয়।

পুলিশ নুরুল ইসলামের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসে। পুলিশ সূত্রে জানা যায় ময়নাতদন্তের পর জানা যাবে তাকে কিভাবে খুন করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক বলেন, আমাদের ধারণা রাতের কোন এক সময় নুরুল ইসলামকে মেরে তার লাশ চা বাগানে ফেলে যায়। তিনি বলেন ময়নাতদন্তের জন্য লাশ থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর জানা যাবে তাকে কি ভাবে খুন করা হয়েছে। তিনি আরও বলেন এ ঘটনায় পুলিশ তদন্তে নেমেছে তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে।
মৃত নুরুল ইসলাম (৫০) উপজেলার সিন্দুরখান ইউনিয়নের পশ্চিম বেলতলী গ্রামের মৃত চকির মিয়ার ছেলে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *