আশানুর রহমান আশা বেনাপোল
সংগঠনকে গতিশীল ও বেগবান করার লক্ষ্যে বেনাপোল পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত।
বুধবার (০২ মার্চ) সকাল ১১ টার সময় বেনাপোল ছোটআঁচড়া মোড়ে অবস্থিত পৌর আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, শার্শা আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন এমপি।
এসময় আরও উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, সালেহ আহম্মেদ মিন্টু, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এনামুল হক মুকুল, সহ-সভাপতি আলী কদর সাগর, সাঃ সম্পাদক নাসির উদ্দিন, ভাদু, উপজেলা যুবলীগের সাবেক সাঃ সম্পাদক সোহারাব হোসেন, পৌর যুবলীগের যুগ্ম-আহবায়ক আহাদুজ্জামান বকুল, সদস্য জসিম উদ্দিন, উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি আব্দুর রহিম সরদার, সাঃ সম্পাদক ইকবাল হোসেন রাসেল, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুলফিকার আলি মন্টু, সাঃ সম্পাদক কামাল হোসেন, দপ্তর সম্পাদক রাব্বি, পৌর ছাত্র লীগের সাবেক সভাপতি মামুন জোয়ারদার, সাঃ সম্পাদক তৌহিদুল ইসলাম সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।